দক্ষিণ চব্বিশ পরগণার তালিকা দেখেই চটলেন মমতা, নতুন করে বিজ্ঞপ্তির নির্দেশ

Spread the love

ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে নতুন করে লকডা‌‌‌‌‌উন জারি করার। তার আগে কন্টেইনমেন্ট জোনের তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

ঠিক কোথায় কোথায় লকডাউন হবে, সেই তালিকা দেখে বুধবার অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মূল অনুযোগ ছিল দক্ষিণ চব্বিশ পরগণা নিয়ে। তিনি বলেন, ‘দক্ষিণ ২৪ পরগণার ওয়ার্ড ধরে নাম দিয়ে দেওয়া হয়েছে।’ দক্ষিণ চব্বিশ পরগণার তালিকা পুনরায় পর্যালোচনা করার নির্দেশও স্বাস্থ্যসচিব ও মুখ্যসচিবকে দেন তিনি। আর তারপরই বিজ্ঞপ্তি জারি করার পরামর্শও দেন। মুখ্যমন্ত্রী কলকাতার কন্টেইনমেন্ট জোন নিয়ে অবশ্য সায় দেন।

লকডাউন বিষয়ে মুখ্যমন্ত্রীর পরিষ্কার যুক্তি, সার্বিক ঘরবন্দি থাকতে হবে না মানুষকে। লকডাউন হবে মহল্লা ধরে। যে অঞ্চলের আশেপাশে করোনা আক্রান্ত রয়েছে, তাকেই বেছে নেওয়া হয়েছে। প্রথমে না জানালেও, এদিন মুখ্যমন্ত্রী পরিষ্কার করেন, লকডাউন চলবে সাতদিনের জন্য। এই মেয়াদে মাস্ক পরা নিয়ে পুলিশকে কঠোর হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রয়োজনে যার মাস্ক নেই তাঁকে বাড়ি পাঠিয়ে দিন।”

এদিন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকে তিনি চিকিৎসকদের বাড়তি সতর্কতা নিতে অনুরোধ করেন। বলেন, আরও শক্ত শিল্ড এবং উন্নত পিপিই কিট ব্যবহার করতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*