গ্রেফতার কানপুর কাণ্ডের মূল গ্যাংস্টার বিকাশ দুবে

Spread the love

উত্তরপ্রদেশের ৮ পুলিশকর্মীকে খুনের দায়ে অভিযুক্ত ওয়ান্টেড গ্যাংস্টার বিকাশ দুবেকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। এক সপ্তাহ তাড়া করে বেড়ানোর পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়।

উত্তরপ্রদেশে তার দুই সহযোগী যখন দুটি পৃথক এনকাউন্টারে মারা যায়, ঠিক সেই সময়ই উজ্জয়িনী থেকে গ্রেফতার করা হয় বিকাশকে। বুধবারই এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিকাশের ঘনিষ্ঠতম সহযোগী অমর দুবের।

গত শুক্রবার কানপুরের চৌবেপুর এলাকার বিক্রু গ্রামে লুকিয়ে থাকা ডন বিকাশকে ধরতে গিয়ে এনকাউন্টারের সময় মৃত্যু হয় আটজন পুলিশকর্মীর। আগে থেকেই রেইডের খবর পেয়ে গিয়ে পুলিশের উপর হামলা চালায় বিকাশ ও তার শাগরেদরা। এরপর থেকেই পুলিশে চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এই অপরাধী। তার মাথার দাম রাখা হয়েছিল ৫ লাখ টাকা। খুন, অপহরণ, তোলাবাজি, সাম্প্রদায়িক হিংসা বাধানো-সহ ৬০টি মামলা রয়েছে বিকাশের বিরুদ্ধে।

এ দিনই এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশ দুবের দুই ঘনিষ্ঠ সহযোগীর। বৃহস্পতিবার সকালে পালাতে গিয়ে দুটি পৃথক এনকাউন্টারে তাদের প্রাণ যায়। মঙ্গলবার হরিয়ানার ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল বিকাশের সহযোগী প্রভাতকে। দিল্লির হোটেলে বিকাশের উপস্থিতির খবর পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ধরা পড়ে প্রভাত। সে ও তার সঙ্গে ধৃত আরও একজনকে কানপুর নিয়ে যাওয়া হয়। সেই সময়ই তারা পালানোর চেষ্টা করে বলে অভিযোগ পুলিশ।

শীর্ষ পুলিশ কর্তা প্রশান্ত কুমার জানান, ‘প্রভাতের সঙ্গে যে পুলিশকর্মীরা ছিলেন, তাঁরা ভ্যানের টায়ার পালটাচ্ছিলেন। তখনই পুলিশের থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করে প্রভাত। সে পুলিশকর্মীদের লক্ষ করে গুলি চালায়, তখন পালটা গুলি চালায় পুলিশও। ধৃতের পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।’

বিকাশের আর এক সহযোগী বাউভা দুবে ওরফে প্রভীনের এ দিন সকালে আরও একটি এনকাউন্টারে মৃত্যু হয়। তার মাথার দাম ছিল ৫০,০০০ টাকা। লখনউ থেকে ২২০ কিমি দূরে এয়াওয়াতে হয় এই এনকাউন্টার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*