প্রকাশিত হল ICSE দশম শ্রেণির ও ISC দ্বাদশ শ্রেণির ফলাফল। চলতি বছরে কোনও মেধাতালিকা প্রকাশ করেনি কাউন্সিল। দুই পরীক্ষাতেই রাজ্যে পাশের হার যথেষ্ট ভালো। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বিকেল তিনটে নাগাদ প্রকাশিত হয় দিল্লি বোর্ডের এই দুই পরীক্ষার ফলাফল। বোর্ডের ওয়েবসাইট ও SMS পরিষেবার মাধ্যমে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। এ বছর কোনও মেধা তালিকা প্রকাশ করেনি বোর্ড।
রাজ্যে আইসিএসইতে মোট ছাত্রছাত্রী সংখ্যা ছিল ৩৭,২৫৮। এদের মধ্যে পাশ করেছে ৩৬,৯২০ জন। অকৃতকার্য হয়েছে ৩৩৮ জন। অপরদিকে, আইএসসি-তে মোট পরীক্ষার্থী ছিল ২৫,০৫৮ জন। তাদের মধ্যে পাশ করেছে ২৪,৪৫৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ৬০৫ জন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘চলতি বছর ICSE ও ISC-র ব্যাচে কৃতকার্য পরীক্ষার্থীদের অভিনন্দন জানাই। যে যন্ত্রণার সম্মুখীন তোমরা হয়েছো, আশা করি আগামী দিনে তোমাদের সাফল্যের পেছনে সেই শিক্ষা কাজে লাগবে। এই পরিস্থিতি সহ্য করার জন্য শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মায়েদের প্রশংসা করছি। ভালো থাকুন। আপনাদের স্বপ্ন সত্যি হোক।’
কাউন্সিলের ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org-এর মাধ্যমে পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন। এ ছাড়া কাউন্সিলের CAREERS পোর্টাল এবং SMS-এর মাধ্যমে তা জানানোর ব্যবস্থা করেছে বোর্ড। SMS-এর মাধ্যমে রেজাল্ট জানতে পড়ুয়াদের তাদের ইউনিক নম্বর 09248082883 নম্বরে পাঠাতে হবে। মেসেজ পাঠানোর ফরম্যাটটি হল: ICSE/ISC (Unique ID)।
কাউন্সিলের অনুমোদিত স্কুলগুলি CAREERS পোর্টালে প্রিন্সিপ্যালের লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পড়ুয়াদের রেজাল্ট জানতে পারবে।
Be the first to comment