এশিয়ার বৃহত্তম সৌর প্রকল্প নিয়ে মোদীকে আক্রমণ রাহুলের

Spread the love

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে গত ১০ জুলাই মধ্যপ্রদেশের রেওয়ায় সৌর প্রকল্প উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী ৷ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন যে সেটি এশিয়ার সর্ববৃহৎ সৌর প্রকল্প ৷ শনিবার প্রধানমন্ত্রীর সেই দাবির পাল্টা টুইটে আক্রমণ করলেন রাহুল গান্ধী।

১০ জুলাই প্রধানমন্ত্রীর অফিসের টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেল থেকে একটি টুইট করা হয় সেখানে উল্লেখ করা হয় মধ্যপ্রদেশের রাওয়া পরিচিত নর্মদা ও সাদা বাঘের জন্য কিন্তু এখন থেকে এশিয়ার সর্ববৃহৎ সৌর প্রকল্পের জন্যও পরিচিতি লাভ করবে রাওয়া ৷ সেই টুইটে উল্লেখ করে রাহুল গান্ধি নিজের টুইটে হিন্দিতে লেখেন ‘অসত্যাগ্রহী’।

রাহুল গান্ধীর এই টুইটের পরই কর্নাটক কংগ্রেসের প্রধান ডিকে শিবকুমার তথা রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী বলেন, কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রীকে জবাব দিতে হবে কী করে কেন্দ্রীয় সরকার দাবি করতে পারে রাওয়া সৌর প্রকল্প (৭৫০ মেগাওয়াট) যেটি গতকাল উদ্বোধন করা হয়েছে সেটি এশিয়ার সর্ববৃহৎ সৌর প্রকল্প ৷ যেখানে দুই বছর আগে কর্নাটকের পাভাগাড়া পার্কে (২০০০ মেগাওয়াট) ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*