গুজরাটে হাড্ডাহাড্ডি লড়াই চালালেও হিমাচল প্রদেশ হাতছাড়া হল কংগ্রেসের। কংগ্রেসের দখলে এখন পড়ে রইল মাত্র চারটে রাজ্যই। পাহাড়ি রাজ্য হিমাচল হাতছাড়া হওয়ার পর এখন কংগ্রেস নিজের দখলে রাখল কর্ণাটক, পাঞ্জাব, মিজোরাম এবং মেঘালয়কে।
সোমবার ভোটগণনা শুরু হতেই গুজরাটে জোর লড়াই চললেও হিমাচল প্রদেশে দাপট দেখিয়েছে বিজেপি। ম্যাজিক ফিগার ‘৩৫’ পেতে যে গেরুয়া শিবিরের বিশেষ সমস্যা হবে না, তা কিছু সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। শেষপর্যন্ত হিমাচলও নিজেদের দখলে রাখতে ব্যর্থ হলো কংগ্রেস। এদিন সময় যতো এগিয়েছে ততোই চওড়া হয়েছে পদ্ম শিবিরের হাসি।
প্রসঙ্গত, হিমাচল প্রদেশে গত ৯ নভেম্বর মোট ৩৩৭ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। পাহাড়ি রাজ্যের মোট ৩৭,৮৩,৫৮০ জন মানুষ ভোট দিয়েছিলেন। এবছর হিমাচলে ভোট পড়েছে ৭৫.২৮ শতাংশ, যা নতুন রেকর্ডও বটে। হিমাচলে কংগ্রেসের যে পরাজয় হচ্ছে, তা অধিকাংশ এক্সিট পোলেই স্পষ্ট হয়ে যায় ৷ ২০১২ সালে শেষ বিধানসভা নির্বাচনে ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল ৩৬টি আসনে। বিজেপি-র দখলে ছিল ২৬টি। নির্দল জিতেছিল ৬টি আসনে। এবছর পুরো চিত্রটাই বদলে দিয়েছে বিজেপি। এদিন দুই রাজ্যে ভোটের ফলাফল স্পষ্ট হতেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন তিনি এই ফলাফলে সন্তুষ্ট।
Be the first to comment