দেশের অন্য অংশের মতোই করোনা বেড়ে চলেছে বাংলাতেও। সংক্রমণ রোধে কনটেনমেন্ট জোনে লকদাউন ঘোষণা করার পরেও বেড়ে চলেছে সংক্রমণ। এমতাবস্থায় রাজ্যে সংক্রমণের ওপর লাগাম টানতে ইউরোপ থেকে মেশিন আনাচ্ছে বাংলা।
জানা গিয়েছে, ওই যন্ত্রটি সম্পূর্ণ অটোমেটিক। এর নাম Cobas 6800। সুইজারল্যান্ড ভিত্তিক ফার্মাসিউটিক্যাল সংস্থা থেকে এই মেশিন আনানোর ব্যবস্থা করা হচ্ছে। এই উন্নত মানেরত মেশিন ব্যবহার করে প্রতিইন ১ লক্ষ করোনা টেস্ট করা যাবে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, এই মেশিনটি মে মাসে অর্ডার দেওয়া হয়েছিল, মনে করা হচ্ছে অগস্টের মাঝামাঝি নাগাদ সেটি পৌঁছে যাবে। জানা গিয়েছে, মোট ৬৮০০ টেস্টিং মেশিন কিনছে রাজ্য সরকার।
এই যন্ত্র ব্যবহারের জন্য ইতিমধ্যে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে টেকনিশিয়ানদের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর ও নাইসেডের বেশ কয়েকজন টেকনিশিয়ানের এই প্রশিক্ষণ রয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের এক আধিকারিক।
বর্তমানে রাজ্যে গড়ে প্রতিদিন ১০,০০০-এর কিছু বেশি করোনা টেস্ট হচ্ছে। এ যন্ত্র এলে সেই সংখ্যা দাঁড়াবে ১ লক্ষে। এছাড়া এখন যেখানে প্রতিদিন করোনা পরীক্ষায় রাজ্য সরকারের ২ – ২.৫ কোটি টাকা খরচ হচ্ছে। সেখানে ওই যন্ত্র চলে এলে খরচ হবে অনেক কম। ফলে লাভ হবে দু-দিক থেকেই।
Be the first to comment