উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু। সোমবার সকালে বিধায়কের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃত বিধায়কের পরিবারের অভিযোগ, বিজেপি বিধায়ককে খুন করে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷
তবে পরিবারের দাবি, রবিবার রাত একটা নাগাদ ওই বিজেপি বিধায়ককে বাড়ি থেকে মোটরবাইকে করে কয়েকজন ডেকে নিয়ে যায় ৷ এরপর এদিন সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ এই ঘটনায় কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷
বিজেপি নেতা রাহুল সিনহাও এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ৷ সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন তিনি ৷ মৃত বিধায়কের পরিবারও সিবিআই তদন্তের দাবি জানিয়েছে ৷
উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, প্রকৃত ঘটনা তদন্তে উঠে আসবে ৷
এদিন বিধায়কের দেহ উদ্ধার করতে গেলে প্রথমে উত্তেজিত জনতা এবং বিজেপি সমর্থকরা পুলিশকে বাধা দেয় ৷ পুলিশের তরফে যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হলে শেষ পর্যন্ত দেহ সরাতে দেয় জনতা ৷ বিধায়কের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ৷
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার উত্তর দিনাজপুরে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি।
Be the first to comment