কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হতে পারে সিবিএসই-এর দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনই দাবি করা হয়েছে৷ বিভিন্ন ওয়েবসাইট, আইভিআরএস, মোবাইল অ্যাপ ও এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা ৷ cbse.nic.in, www.results.nic.in, www.cbseresults.nic.in- এই ওয়েবসাইটগুলিতে ফলাফল জানা যাবে ৷
পাশাপাশি স্কুলগুলির রেজিস্টার্ড ইমেল আইডি-তেও পড়ুয়াদের ফলাফল পাঠিয়ে দেওয়া হবে৷ এ ছাড়াও টেলিফোন বা মোবাইলে আইভিআরএস পদ্ধতিতে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা ৷ ফলাফল ঘোষণার দিন ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা NICS-এর তরফে আইভিআর নম্বর জানিয়ে দেওয়া হবে ৷ Microsoft SMS Organizer App, ডিজিলকার, উমঙ্গ, ডিজিরেজাল্টস-এর মতো বিভিন্ন অ্যাপেও ফলাফল জানা যাবে৷
দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য মার্কশিট, মাইগ্রেশন সার্টিফিকেট এবং পাশ সার্টিফিকেটের মতো ডকুমেন্টসগুলি ডিজিট্যালি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে সিবিএসই৷ এর জন্য digilocker.gov.in-এ গিয়ে সিবিএসই-র নিজস্ব তথ্যভান্ডার ‘পরিণাম মঞ্জুষা’ থেকে এই ডকুমেন্টসগুলি সংগ্রহ করতে পারবে ছাত্রছাত্রীরা৷ ডিজিলকারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাত্রছাত্রীদের নথিভুক্ত মোবাইল নম্বরে এসএমএস করে পাঠিয়ে দেওয়া হবে৷
মাইক্রোসফট এসএমএস অর্গানাইজার অ্যাপ ডাউনলোড করে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা ৷
Be the first to comment