হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র রায়ের পোস্টমর্টেম রিপোর্টে দেহে অন্য কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে বলেন, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বিজেপি বিধায়ক দেবেন্দ্র রায়ের। পোস্টমর্টেম রিপোর্টে দেহে অন্য কোনও আঘাতের চিহ্ন মেলে নি। রাসায়নিক পরীক্ষার পরি বাকি সব তথ্য দেওয়া সম্ভব হবে।
প্রস্নগ্র, সোমবার সকালে রায়গঞ্জ ব্লকের বিন্দোলে তাঁর বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি মোবাইল দোকানের সামনে বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে।
এদিকে মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বলেন, পুলিশের প্রাথমিক অনুমান এটা আত্মহত্যা। তাঁর পকেটে যে কাগজ পাওয়া গিয়েছে তা থেকে দুজনের মোবাইল নম্বর পাওয়া গিয়েছে। তাদের সম্পর্কে কিছু তথ্যও লেখা রয়েছে। টাকা লেনদেন সংক্রান্ত কোনও কারনে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে কিনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ।
তবে ঘাড়ে কালশিটে দাগ এবং ময়নাতদন্তের রিপোর্ট দেখে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ঘটনার স্বচ্ছ তদন্ত করবে রাজ্য সরকার। আর সেইকারনেই সিআইডিকে তদন্তভার দেওয়া হয়েছে।
Be the first to comment