সোমবার হেমতাবাদের বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল। যদিও মঙ্গলবার তাঁর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসে। তাতে আত্মহত্যার দিকেই ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এবার তদন্তকারী আধিকারিকরা বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একজনকে আটক করল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ব্যবসায়িক টানাপোড়েনের জেরেই আত্মঘাতী হয়েছেন দেবেনবাবু।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়ক মৃত্যুর ঘটনায় নিলয় সিংহ নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। তিনি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা। মৃত বিজেপি বিধায়কের পকেটে যে সুইসাইড নোট পাওয়া গিয়েছিল তাতে দুজনের নাম ছিল বলে দাবি করেছিল পুলিশ। আটক নিলয় সিংহ তাঁদের একজন বলেই জানা যাচ্ছে।
আরও জানা যাচ্ছে, ওই সুইসাইড নোটে একটি ফোন নম্বর লেখা ছিল, সেই সূত্র ধরেই নিলয় সিংহের হদিশ পায় পুলিশ। নিলয় সিংহ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চুক্তিভিত্তিক কর্মী। মালদা শহরের মানুষ তাকে খুব একটা কেউ চেনেও না। অন্যদিকে মাবুদ আলী সম্পর্কে যা জানা গিয়েছে তার বাড়ি মালদার চাঁচল থানার দারিয়াপুর এলাকায়। সে বিভিন্ন ব্যাঙ্কের লোন পাইয়ে দেওয়ার দালালের কাজ করে। এই ঘটনার পর থেকেই সে বেপাত্তা।
কীভাবে এই বিধায়কের সঙ্গে তাদের পরিচয় হলো সবটা খতিয়ে দেখছে সিআইডি। নিলয় সিংহকে ইংরেজবাজার থানার পুলিশ আজ দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এরপর তুলে দেওয়া হয় সিআইডির হাতে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রায়গঞ্জে নিয়ে গেছে সিআইডি। পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি। এখনও পর্যন্ত এদের রাজনৈতিক যোগাযোগ পাওয়া যায়নি।
অপরদিকে, হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুতে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেন স্ত্রী চাঁদিমা রায়। স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এবং এর পিছনে রয়েছে শাসকদলই, অভিযোগ বিধায়কের স্ত্রীর।
Be the first to comment