প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আজ বুধবার তা প্রকাশিত হয়েছে। কিন্তু ফলাফল প্রকাশ হলেও কীভাবে একাদশে ভর্তি হওয়া সম্ভব তা নিয়ে অভিভাবকদের মধ্যে তৈরি হয় ধোঁয়াশা। এখন স্কুল বন্ধ। কবে খুলবে কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে ভর্তি প্রক্রিয়া নিয়ে যাবতীয় ধোঁয়াশা কাটালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষারই ফল প্রকাশের পর ভর্তি প্রক্রিয়া নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট করেছেন তিনি। জানিয়েছেন রাজ্যে একাদশ শ্রেণির ভর্তি শুরু হবে ১ অগাস্ট থেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ক্লাস ১১ -এ ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আর তা হবে দু’দফায়। প্রথম দফায় নিজের স্কুলে যারা ভর্তি হতে চান তাঁদের ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে।
আর এই প্রক্রিয়া শুরু হবে আগামী ১ অগস্ট থেকে। আর তা চলবে আগামী ১০ অগস্ট পর্যন্ত। এর পর যারা অন্য স্কুলে ভর্তি হতে চায় তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করবে স্কুলগুলি। ১১ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।
শিক্ষামন্ত্রী পার্থবাবু জানান, ভর্তি হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়ার কোনও দরকার নেই। অভিভাবকরা নথি নিয়ে স্কুলে গেলেই ভর্তি হওয়া যাবে। সমস্ত প্রক্রিয়াটাই হবে নিয়ম মেনে। অবশ্যই সোশ্যাল ডিসটেন্স মেনে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শুধু মাধ্যমিক নয়, খুব শীঘ্রই উচ্চ মাধ্যমিকেরও ফলাফল প্রকাশ করা হবে। আর এরপরেই কলেজে ভর্তি নিয়ে ফের চিন্তার ভাঁজ কপালে পড়বে। সেই বিষয়টিও আগাম জানিয়ে রেখেছেন শিক্ষামন্ত্রী। পার্থবাবু জানিয়েছেন, সমস্ত কলেজে ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। তবে কেন্দ্রীয়ভাবে হবে না ভর্তি।
প্রতিটি কলেজ তাদের নিজেদের মতো করে ভর্তি প্রক্রিয়া শুরু করবে। এক্ষেত্রেও ছাত্র-ছাত্রীদের কলেজে যাওয়ার কোনও দরকার পড়বে না। অনলাইনেই সমস্যার সমধান। তিনি জানিয়েছেন, সমস্ত তথ্য দিয়ে অনলাইনে আবেদন জানাতে হবে। এরপর দিতে হবে টাকা। এর পর ক্লাস শুরুর আগে তাদের নথি পরীক্ষা হবে। তখন গরমিল ধরা পড়লে ব্যবস্থা গ্রহণের অধিকার থাকবে কলেজের, এদিন সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিয়েছেন পার্থবাবু।
দেখুন ভিডিও!
Be the first to comment