এবার বিধানসভার অন্দরেও ঢুকে পড়ল কোরোনা । কোরোনায় আক্রান্ত বিধানসভার এক টাইপিস্ট । যার জেরে আগামী ২৪ তারিখ পর্যন্ত বিধানসভার সমস্ত দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ ও ২৬ জুলাই শনি ও রবিবার পড়েছে। সেকারণে ২৭ জুলাই ফের খুলবে বিধানসভা।
শহরের একের পর এক গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কোরোনা থাবা বসাচ্ছে। ইতিমধ্যেই নবান্ন, মেট্রোভবন, রাজভবনের বেশ কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছেন। বিধানসভার কর্মী কোরোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই অন্য কর্মী ও আধিকারিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় শাসক-বিরোধী দলের বিধায়ক ও মন্ত্রীদের অনেকেই অধিকাংশ দিন উপস্থিত থাকেন । তাঁদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় নিয়ে আরও সতর্ক হতে চাইছেন অধ্যক্ষ । জানা গেছে, ওই টাইপিস্ট বেহালার বাসিন্দা ।
Be the first to comment