মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন জোসেবা বেইতিয়া

Spread the love

নিখুঁত পাসিং, মাপা সেটপিস সঙ্গে পাল্লা দিয়ে সমান গোলক্ষুধা। ২০১৯-২০ মোহনবাগানের আই লিগ জয়ের পিছনে গোটা দলের সম্মিলিত অবদান সর্বাগ্রে কাজ তো করেছেই, তবু স্প্যানিশ মিডিও জোসেবা বেইতিয়া ছিলেন অনন্য। মাঝমাঠে তাঁর দৃষ্টিনন্দন এবং সৃজনশীল ফুটবল আলাদা করে নজর কেড়েছিল ফুটবল প্রেমীদের। আর ২০১৯-২০ আই লিগ মরশুমে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পুরস্কারও পেলেন তিনি। মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন জাভি-ইনিয়েস্তার দেশের এই মিডিও।

বুধবার ক্লাবের টুইটার অ্যাকাউন্টে বেইতিয়ার বর্ষসেরা হওয়ার বিষয়টি প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘২০১৯-২০ মরশুমে মোহনবাগানের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার জন্য জোসেবা বেইতিয়াকে অভিনন্দন। তীক্ষ্ণ দৃষ্টি, পাসিং রেঞ্জ এবং মাঝমাঠ নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে গত মরশুমে সবুজ-মেরুনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ওয়েল ডান গ্রিন অক্টোপাস।’ নামের পাশে ৫টি গোল এবং ১৬টি অ্যাসিস্টের পরিসংখ্যানই যথেষ্ট বেইতিয়ার এই সম্মানের যৌক্তিকতা প্রমাণের জন্য।

বেইতিয়ার বর্ষসেরা হওয়ার বিষয়টি নির্ধারিত হয়েছিল সোমবারের বৈঠকের পরেই। ওইদিন ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে বেইতিয়ার পাশাপাশি বর্ষসেরা যুব ফুটবলার হিসেবে সজল বাগের নাম চূড়ান্ত হয়। করোনার জেরে এবার ২৯ জুলাই মোহনবাগান দিবসের চিরাচরিত অনুষ্ঠান থেকে বিরত থাকছেন কর্তারা। পুরস্কার প্রাপকদের বাড়িতে তাঁদের স্মারক এবং সম্মান পৌঁছে দেবে ক্লাব। চলতি বছর ‘মোহনবাগান রত্ন’ পেতে চলেছেন গুরবক্স সিং এবং প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী।

ফুটবল ব্যতিত অন্যান্য দুটি ক্ষেত্র থেকে সর্বপ্রথম ‘মোহনবাগান রত্ন’ পাওয়ার বিষয়টি এই প্রথম। সম্মান পেয়ে আপ্লুত ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক গুরবক্স সিং। বারো বছর (১৯৬৮-৮০) মোহনবাগানের হয়ে হকি খেলেছেন গুরবক্স।

অন্যদিকে প্রাক্তন মোহনবাগান ক্রিকেটার পলাশ নন্দী ‘মোহনবাগান রত্নে’ ভূষিত হয়েও আক্ষেপ করছেন ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মান গ্রহণ করতে পারবেন না জেনে। এছাড়া অ্যাথলিট মনোরঞ্জন পোড়েল, প্রাক্তন হকি খেলোয়াড় তথা ধ্যানচাঁদ পুত্র অশোক কুমার ও ফুটবলার প্রণব গঙ্গোপাধ্যায়কে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ সম্মানে সম্মানিত করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*