তাপসী মালিক খুনের ঘটনায় শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৬ সালের ১৮ ডিসেম্বর সিঙ্গুরের কৃষি জমি রক্ষা কমিটির কর্মী তাপসীকে নৃশংস ভাবে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে তৎকালীন বাম সরকারের ২ নেতার বিরুদ্ধে। পরে নির্যাতিতা তাপসীর দেহ উদ্ধার করা হয় সিঙ্গুরের টাটা মোটরের ফ্যাক্টরী থেকে। সোমবার মুখ্যমন্ত্রী সিঙ্গুরের জমি আন্দোলনের কান্ডারী তাপসী মালিকের খুনের ঘটনায় ট্যুইটার অ্যাকাউন্টে লেখেন, ২০০৬ সালের আজকের দিনেই সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। সিপিএমের দীর্ঘ ৩৪ বছরের শাসনকালের জানাই প্রনাম।
Be the first to comment