বাংলায় একদিনে আক্রান্তের সংখ্যা ১৬৯০, প্রতিদিনই বাড়ছে রেকর্ড

Spread the love

বাংলায় একদিনে আক্রান্তের সংখ্যার সব রেকর্ড ভেঙে দিলো ৷ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৭০০ জন ৷ এটাই রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ৷ বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ১,৬৯০ জন ৷ ফলে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬,১১৭ জন ৷

বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের ৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা পৌঁছলো ১০২৩ জন ৷ বুধবার এই সংখ্যাটা ছিল ১০০০ জন ৷ কিন্তু অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও ১৩ হাজার ছাড়ালো অর্থাৎ এই মূহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৩,৬৭৯ জন ৷ বুধবার সংখ্যাটা ছিল ১২,৭৪৭ জন ৷ একদিনে বেড়েছে ৯৩২ জন ৷ এই সংখ্যাটা এখন প্রতিদিনই বাড়ছে ৷ কমছে সুস্থ হয়ে ওঠার হারও ৷

যদিও একদিনে ৭৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৭৪৯ জন ৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২১,৪১৫ জন ৷ শতাংশের হিসেবে ৫৯.২৯ শতাংশ ৷ যা এক সময় ৬৫ এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল ৷ যে ২৩ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ১২ জন৷ উত্তর ২৪ পরগনার ৭ জন ৷ হাওড়ায় ১ জন ও হুগলী ২ জন ৷ দার্জিলিং এর ১ জন৷

বুধবার মৃতের সংখ্যাটা ছিল ২০ জন ৷ তাদের মধ্যে কলকাতার ছিল ৯ জন ৷ উত্তর ২৪ পরগনার ৬ জন৷ হাওড়া ৩ জন৷ হুগলী ১ জন ৷ পশ্চিম বর্ধমান ১ জন ৷ বাংলায় নতুন করে টেস্ট হয়েছে ১৩,১৮০টি ৷

এতদিনে এটাই একদিনে সর্বোচ্চ টেস্ট৷ গতকাল ছিল ১১,৩৮৮টি৷ তবেএই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৬ লক্ষ ৬৩ হাজার ১০৮ জনের৷ গতকাল ছিল ৬ লক্ষ ৪৯ হাজার ৯২৮ জন।

প্রতি মিলিয়নে টেস্ট বেড়ে ৭,৩৬৮ জন ৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫৪টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৩টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৮০ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে ৷

এর মধ্যে সরকারি ২৬ টি হাসপাতাল ও ৫৪ টি বেসরকারি হাসপাতাল রয়েছে ৷ হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি ৷ এই পর্যন্ত শুধু কলকাতায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩৭ জন।

বুধবার ছিল ৫২৫ জন ৷ মোট আক্রান্ত ১১,৪৭১ জন ৷ গতকাল ছিল ১০,৯৭৫ জন ৷ গত ২৪ ঘন্টায় শহরে আক্রান্ত ৪৯৬ জন ৷ নতুন করে ছাড়া পেয়েছেন ২৭৬ জন ৷ ফলে কলকাতায় মোট ছাড়া পেলেন ৬৪২২ জন ৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৪,৫১২ জন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*