মাধ্যমিকে ৬৬৩ পেয়েছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার ঝুনঝুনি গ্রামে সুশান্ত।
স্থানীয় চাঁদড়া উচ্চ বিদ্যালয় স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। স্কুলের সেরা হয়ে মুখ উজ্জ্বল করেছে সবার। বাবা দিনমজুর কোনোরকমে চলে সংসার। পড়াশোনায় তেমন টিউশনও ছিল না। এয়ারফোর্সে কাজ করার তার খুব ইচ্ছে। দেশের জন্য কিছু করতে চাই। সুশান্ত বলে গ্রামে মাঠ না থাকায় খেলার তেমন সুযোগ নেই। তবে রাস্তায় নিয়মিত দৌড় অভ্যেস করি। তবে গরিবের ঘরে সবই যে অনিশ্চিত!
মা বলেন, ‘ছেলে তো আবার পড়তে চাইছে। কী ভাবে পড়াবো, বুঝতে পারছি না!’ স্কুলের প্রধান শিক্ষক স্বপন সামন্ত বলেন, ‘দুশ্চিন্তার কোনও কারণ নেই। টাকার অভাবে ওর পড়া বন্ধ হবে না। আমরা বইপত্র এবং আর যা যা লাগবে, সব দিয়ে সাহায্য করার চেষ্টা করব।’
Be the first to comment