করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে, বিশ্বমঞ্চে বার্তা নরেন্দ্র মোদীর

Spread the love

শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী৷ রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন মোদী ৷ নিরপাত্তা পরিষদে অস্থায়ী সদস্য ভারত ৷ জুনে নির্বাচিত হওয়ার পর এই প্রথম ভাষণ দিলেন মোদী।

এদিনের ভাষণে নরেন্দ্র মোদী বলেন করোনা মোকাবিলায় একজোট হয়ে লড়াই করেছি। ১৫০টি দেশকে ওষুধ ও অন্যান্য পরিষেবা দিয়ে সাহায্য করেছে ভারত। পাশাপাশি গরিবদের চিকিৎসার জন্য আয়ূষ্মান প্রকল্প রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রকল্প ৷ তাঁর কথায়, আয়ুষ্মান ভারত প্রকল্প দেশবাসীর জন্য সবচেয়ে বড় রক্ষাকবচ। ‘সবকা সাথ সবকা বিকাশ’ দেশের লক্ষ্য বলেও জানিয়েছেন নমো ৷

তিনি আরও জানিয়েছেন, দেশে করোনায় মৃত্যু হার সবচেয়ে কম। এটা স্বাস্থ্যকর্মীদের জন্যই সম্ভব হয়েছে ৷ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারত নিজের দায়িত্ব সম্বন্ধে সচেতন ৷ করোনার বিরুদ্ধে জয়ী হতে হলে একজোট হয়ে সবাইকেই লড়াই করতে হবে ৷

পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্বকে জানালেন, করোনার বিরুদ্ধে শুধু নয়, ভারত থেকে যক্ষ্মাকে মুছে ফেলার চেষ্টা চলছে। চেষ্টা চলছে মহিলাদের ক্ষমতায়নেরও। কীভাবে স্বচ্ছ ভারত গড়ে তোলার কাজ চলছে। সব মিলিয়ে এদিনের আন্তর্জাতিক মঞ্চ থেকে ভারতের জয়গান গাইলেন প্রধানমন্ত্রী। 

এদিন কী বললেন নরেন্দ্র মোদী?

শুনুন!

https://youtu.be/cd_7J1oIy4g

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*