আনলকের দ্বিতীয় পর্বে পুরোপুরি স্বাভাবিক সমস্ত পরিষেবা। এই পরিস্থিতি ক্রমেই রেকর্ড হারে বাড়ছে দেশের কোরোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৮৮৪ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৩৮ হাজার ৭১৬। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৬৭১ জনের। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ২৭৩। এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৭৫১ জন।
আক্রান্তের নিরিখে অ্যামেরিকা, ব্রাজিলের পরই বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত এ রাজ্যে ২ লাখ ৯২ হাজার ৫৮৯ জনের শরীরে কোরোনা সংক্রমণ মিলেছে।
গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩০৮ জন। তারপরই রয়েছে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৩৮ জন। যা নিয়ে এখানে মোট কোরোনা আক্রান্ত এক লাখ ৬০ হাজার ৯০৭।
দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে দিল্লি ও কর্নাটকেও । গত 24 ঘণ্টায় দিল্লিতে সংক্রমিত হয়েছে 1 হাজার 462 জন । এখানে এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ 20 হাজার 107 । সংক্রমণ বাড়ছে গুজরাত, উত্তরপ্রদেশ, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, হরিয়ানাতেও ।
দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 26 হাজার । প্রতিদিনই পাঁচশোর বেশি মানুষের মৃত্যু হচ্ছে ।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত দেশে 1 কোটি 35 লাখ 33 হাজার 742 জনের নমুনা পরীক্ষা হয়েছে । শুধুমাত্র গতকালই 3 লাখ 61 হাজার 24 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
Be the first to comment