করোনার জের! এ বছর IIT-তে ভর্তির ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির রেজাল্ট দেখা হবে না

Spread the love

দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্যতম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT)-তে ভর্তির স্বপ্ন থাকে বহু পড়ুয়ারই৷ কিন্তু প্রবল প্রতিযোগিতায় যোগ্যতার বিচারে সেই সুযোগ হয় না অনেকেরই৷ কিন্তু করোনা আবহে ভর্তির যোগ্যতায় খানিক কাটছাঁট করছে IIT-গুলি৷ ট্যুইটারে জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল (নিসাঙ্ক)৷

ট্যুইটারে তিনি লিখেছেন, ‘করোনা পরিস্থিতির জেরে যেহেতু বিভিন্ন বোর্ডকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা অর্ধেক বাতিল করতে হয়েছে, তাই এ বছর JEE (Advanced) 2020 পাশ করা পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে যোগ্যতায় নির্ণয় কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট অ্যাডমিশন বোর্ড৷ জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় সফল হলেই আইআইটিতে ভর্তির আবেদন করতে পারবে ইচ্ছুক পড়ুয়ারা। এক্ষেত্রে দ্বাদশ শ্রেণির মার্কশিট দেখা হবে না।’

আইআইটি-তে ভর্তি হতে গেলে জয়েন্ট এন্ট্রান্স পাস করার পর দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*