কেরলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা খোদ মুখ্যমন্ত্রীর, মানতে নারাজ কেন্দ্র

Spread the love

কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম-সহ পুনথুরা, পুল্লুভিলা এলাকায় করোনার গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। যদিও কেরলের মুখ্যমন্ত্রীর এই দাবির সঙ্গে একমত নয় স্বাস্থ্যমন্ত্রক। কেরলে স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। সংক্রমণের এই প্রবণতা এখনও গোষ্ঠী পর্যায়ে পৌঁছয়নি বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক।

উদ্বেগ বাড়ছে কেরলেও। করোনা দেশে ছড়িয়ে পড়ার প্রথমদিকে সংক্রমণে বেড়ি পরাতে পারলেও পরবর্তী ক্ষেত্রে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় করোনার সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে কেরল সরকারের।

কেরলের কিছু এলাকায় করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবারের আগে পর্যন্ত কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০,২৭৫। মৃত্যু হয়েছিল ৩৭ জনের। শনিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১,০৬৬।

রাজধানী তিরুঅনন্তপুরমে ক্রমেই ছড়াচ্ছে সংক্রমণ। সেখানকার উপকূলবর্তী এলাকাগুলিতে করোনার সংক্রণ উদ্বেগজনক চেহারা নিয়েছে। রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী কয়েকদিন সম্পূর্ণ লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার। পরিস্থিতি মোকাবিলায় শনিবার থেকেই সংক্রমণপ্রবণ এলাকাগুলিতে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে কেরলে।

দেশের মধ্যে কেরলকেই করোনা মোকাবিলায় মডেল হিসেবে তুলে ধরা হয়েছিল। সেই কেরলেই এবার করোনার গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন খোদ মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই কেরলে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় কোমরবেঁধে কাজ করছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই লকডাউন পালনে যাতে কোনওরকম ঢিলেমি না হয় সেব্যাপারে তৎপর হতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে কেরল সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*