সংক্রমণ বাড়ছে দেখে অনেকেই পুরো লকডাউনের আশঙ্কা করছিলেন। কিন্তু রাজ্য সরকারের তরফে আজ স্পষ্ট করে দেওয়া হল, রাজ্যে পুরো লকডাউন হচ্ছে না।
আজ রাজীব সিনহা বলেন, বেশি সংক্রমণ হচ্ছে যে জেলাগুলিতে, সেই রকম পাঁচটি জেলাকে নিয়ে একটি ক্লাস্টার করা হচ্ছে। সেই জেলাগুলি হল, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি।
কলকাতার নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যসচিব জানান, সংক্রমণ রুখতেই প্রশাসনিক পদক্ষেপের জন্য অভিজ্ঞ অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার থেকে এই পাঁচটি জেলাকে নিয়ে একটি কোভিড ক্লাস্টার করেই পদক্ষেপ নেওয়া হবে।
Be the first to comment