৬ বছর ধরে দুর্বল হয়ে পড়েছে দেশ, তাই আক্রমণের সাহস দেখালো চিনঃ রাহুল গান্ধী

Spread the love

ভারতে করোনা সংক্রমণ ও তার জেরে দেশের আর্থিক ক্ষতি নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। সবার থেকে বেশি সুর চড়াতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকা ও লকডাউনের জেরে দেশের অর্থনীতির ভেঙে পড়ার জন্য কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে বারবার দায়ী করেছেন রাহুল।

জুন মাসে লাদাখ সীমান্তে চিনের হামলার পর থেকে সেই আক্রমণ কয়েক গুণ বেড়ে গিয়েছে। বারবার কেন্দ্রীয় সরকারের সামনে প্রশ্ন তুলেছেন রাহুল। কেন এই সময় চিন ভারতের সীমান্তে আগ্রাসন বাড়াচ্ছে কিংবা আক্রমণ করার সাহস পাচ্ছে তার বিস্তারিত ব্যাখ্যা এবার শোনা গেল রাহুলের মুখে।

শুক্রবার নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল গান্ধী। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর ক্রমাগত ভুল পদক্ষেপ হঠকারিতা ভারতকে আরও দুর্বল করেছে ও দেশকে আরও সমস্যার মুখে ঠেলে দিয়েছে। বর্তমানের ভৌগলিক রাজনীতির ক্ষেত্রে ফাঁকা আওয়াজ পর্যাপ্ত নয়।”

টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল। সেখানে ভারতের সীমান্তে চিনের আগ্রাসন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন তিনি। রাহুলের বক্তব্য, “প্রশ্নটা হল কেন চিন এই সময়েই ভারতের উপর আক্রমণ করল? ভারতের এমন কী পরিস্থিতি হল, যাতে চিনের এটা মনে করার সাহস হল যে এই সময়েই ভারতের মতো একটা দেশের উপর আক্রমণ করা যায়?” এই প্রশ্ন এর আগেও কেন্দ্রের সামনে তুলেছেন রাহুল। এদিন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জবাবটাও দিয়ে দিলেন কংগ্রেস নেতা।

রাহুল বলেন, “এর উত্তর জানতে গেলে আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। একটা দেশ শুধুমাত্র নিজেদের সীমান্ত দিয়ে সুরক্ষিত থাকে না। একটা দেশ সুরক্ষিত থাকে তার বিদেশ নীতি দিয়ে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক দিয়ে, দেশের অর্থনীতি দিয়ে, দেশের নেতাদের দূরদর্শীতার মধ্যে দিয়ে। কিন্তু গত ৬ বছরে এই প্রতিটা ক্ষেত্রে ভারতকে ধাক্কা খেতে হয়েছে। তার ফলেই দেশের সুরক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এরপরেই প্রতিটা বিষয়ে আলাদা আলাদা করে ব্যাখ্যা করেন রাহুল। তিনি বলেন, আমাদের সঙ্গে বিভিন্ন দেশের খুব ভাল সম্পর্ক ছিল। আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জাপানের সঙ্গে আমাদের খুব ভাল সম্পর্ক ছিল। এই সম্পর্ক আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছিল। কিন্তু এখন আমাদের সঙ্গে আমেরিকার আর্থিক লেনদেনের সম্পর্ক হয়েছে। ফলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। তার ফলে অন্য দেশের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে। এর প্রভাব পড়ছে।

মোদী সরকার ক্ষমতায় থাকার সময় প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে বলে দাবি রাহুলের। তিনি বলেন, আগে নেপাল, ভূটান, শ্রীলঙ্কা সবাই আমাদের বন্ধু ছিল। পাকিস্তান ছাড়া বাকি সব প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের ভাল সম্পর্ক ছিল। কিন্তু আজ নেপাল আমাদের উপর ক্ষুব্ধ। শ্রীলঙ্কা তাদের বন্দর চিনকে ব্যবহার করতে দিচ্ছে। মলদ্বীপ, ভূটান সবাই আমাদের উপর রেগে। তার মানে আমরা আমাদের প্রতিবেশীদের রাগিয়ে তুলেছি।

তারপরেই দেশের অর্থনীতি প্রসঙ্গ তুলে ধরেন রাহুল। তিনি বলেন, গত ৫০ বছর আমাদের অর্থনীতি আমাদের গর্ব ছিল। দেশের আর্থিক উন্নতি দেখে গোটা বিশ্ব অবাক হয়েছিল। কিন্তু গত ৬ বছরে সব তছনছ হয়ে গিয়েছে। গত ৪০-৫০ বছরের মধ্যে বেকারত্ব সবথেকে বেশি। আমরা অনেকবার সরকারকে বলেছি, দেশের অর্থনীতিকে দেখুন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পগুলিতে বিনিয়োগ বাড়ান। কিন্তু আমাদের কথা শোনা হয়নি। তাই এখন দেশের অর্থনীতি খুবই দুর্বল। প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ। বিদেশ নীতির অবস্থা খারাপ। আর তাই চিনের মনে হয়েছে এটাই ভারতে আক্রমণ করার সব থেকে ভাল সময়।

শুনুন কী বললেন রাহুল গান্ধী?

https://twitter.com/RahulGandhi/status/1284002386806095872

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*