কয়েকদিন আগেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আর রবিবার বাড়ির কাছাকাছি এলাকা থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশেই মিলেছে সাইকেল, ছাতা ও আধার কার্ড। পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা। চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছে মৃত কিশোরীর পরিবার। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, শনিবার বিকেল পর্যন্ত এলাকাতেই ছিল ওই কিশোরী। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, বহুদিন ধরে ওই কিশোরীর উপর নজর রাখছিল এলাকার কয়েকজন। সে নিয়ে সতর্কও ছিল তারা। কিন্তু বিষয়টিকে সেভাবে গুরুত্ব দেয়নি। পরে আজ সকালে বাড়ির অদূরেই তার দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশেই উদ্ধার হয়েছে আধার কার্ড, সাইকেল, মোবাইল ফোন ও ছাতা। সেগুলি দুষ্কৃতীদের বলে দাবি কিশোরীর পরিবারের সদস্যদের।
মৃতদেহ উদ্ধারের পর থেকেই চোপড়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ। ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চোপড়া থানার IC দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। তবে যতক্ষণ না পর্যন্ত দোষীরা গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা।
Be the first to comment