বিজেপি সরকার মিথ্যাচারকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গিয়েছে। আবারও কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের অভিযোগ, করোনা থেকে শুরু করে চিন, সব ইস্যুতেই দেশবাসীকে মিথ্যা বলেছে কেন্দ্র। রবিবার এক টুইটে কেন্দ্রকে নিশানা করে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, বিজেপি মিথ্যাটাকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাচ্ছে। ওরা করোনা পরীক্ষার সংখ্যা কমিয়ে দিচ্ছে। মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে। জিডিপি বেশি দেখানোর জন্য নতুন গণনা পদ্ধতি চালু করেছে। আবার চিনের আগ্রাসনের খবর ধামাচাপা দিতে সংবাদমাধ্যমকে ভয় দেখাচ্ছে। এই মিথ্যে দ্রুত প্রকাশ্যে আসবে। আর দেশকে এর মূল্য দিতে হবে।
পাশাপাশি এদিন নিজের টুইটে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনও জুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা। যাতে দাবি করা হয়েছে, ভারতে যে হারে করোনা সংক্রমণ হয়েছে, তার সঙ্গে মৃতের সংখ্যাটা একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। রাহুলও সেই সুরে সুর মিলিয়ে দাবি করলেন, কেন্দ্র করোনা মৃত্যুর পরিসংখ্যান গোপন করছে।
Be the first to comment