সামনের বছরই তামিলনাড়ুতে নির্বাচন ৷ কিন্তু এআইডিএমকে, ডিএমকে-এর মতো দুই আঞ্চলিক দলের সঙ্গে পাল্লা দিয়ে কিছুতেই দক্ষিণের এই রাজ্যে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে পারছে না বিজেপি ৷ এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই তামিলনাড়ুতে এক নতুন চমক দিয়েছে বিজেপি ৷ রাজ্যে দলের যুব সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বিদ্যা বীরাপন্নের হাতে। যাঁর আসল পরিচয় তিনি চন্দনদস্যু বীরাপ্পনের কন্যা !
একসময় তামিলনাড়ু-কর্ণাটক সীমান্তের জঙ্গলের ত্রাস হয়ে উঠেছিলেন বীরাপ্পন৷ যার বিরুদ্ধেই মূল অভিযোগ ছিল বেআইনি ভাবে চন্দনকাঠ পাচার করা ৷ পাশাপাশি পুলিশ, বন দফতরের অফিসার সহ প্রায় ১৫০ জনকে হত্যার অভিযোগ ছিল বিরাপন্নের বিরুদ্ধে। অন্তত ১০০ হাতিকেও হত্যা করে বীরাপ্পন ৷
শেষ পর্যন্ত ২০০৪ সালে তামিলনাড়ুর স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে মৃত্যু হয় বীরাপ্পনের ৷ একটি ফেসবুক পোস্টের মাধ্যমেই বিদ্যাকে নতুন দায়িত্ব দেওয়ার কথা জানায় দলীয় নেতৃত্ব ৷ দায়িত্ব পাওয়ার পর বিদ্যা জানিয়েছেন, তাঁর মূল লক্ষ্যই হল সমাজসেবা ৷
বিদ্যা জানিয়েছেন, যখন তাঁর বয়স ৬-৭ বছর, তখনই একবার নিজের দাদুর গ্রামে ছুটি কাটাতে গিয়ে বাবার সঙ্গে দেখা হয়েছিল তাঁর ৷ বিদ্যার কথায়, আমরা যেখানে খেলতাম, বাবা সেখানে এসেছিলেন৷ আমার সঙ্গে কয়েক মিনিট কথা বলেই বাবা ফিরে যান ৷ বিদ্যার দাবি অনুযায়ী, তাঁর বাবাই তাঁকে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার কথা বলেছিলেন ৷ বাবার নানা কাহিনি শুনেই তিনি জনসেবায় অনুপ্রাণিত হয়েছেন বলেও দাবি বিদ্যার ৷
বিদ্যা বলেন, বাবা কখনও রাজনীতিতে যোগ দেননি ঠিকই, কিন্তু তিনি যা যা করতেন, তা চারপাশের পরিস্থিতির কথা ভেবেই করতেন ৷ ভান্নিয়ার সম্প্রদায়ের মানুষের জন্য তিনি যা যা করেছেন, তার নানা রকম ব্যাখ্যাও রয়েছে ৷ বিদ্যার মা মুথুলক্ষ্মী এখনও পিএমকে-র সহকারী সংগঠন টিভিকে-র সঙ্গে যুক্ত৷ এই পিএমকে দলটি এনডিএ-র জোট সঙ্গী ৷
Be the first to comment