তাঁর নেতৃত্বাধীন সরকার যে কোনওভাবেই সংখ্যালঘু নয়, তারই প্রমাণ দিতে রাজ্যপালের দ্বারস্থ হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর সমর্থনে থাকা বিধায়াকদের তালিকা নিয়ে তিনি দেখা করলেন রাজ্যপাল কালরাজ মিশ্রের সঙ্গে। এর ফলে সামনের সপ্তাহে মরুরাজ্যে নতুন করে আস্থা ভোট হওয়ার জল্পনা তৈরি হয়েছে।
সূত্রের খবর, আস্থা ভোটের জন্য সংক্ষিপ্ত অধিবেশও বসতে পারে বিধানসভায়। প্রসঙ্গত, গেহলটের বিরুদ্ধে ক্ষোভ থেকে বিদ্রোহী হয়ে ওঠা সচিন পাইলট ও তাঁর অনুগামী ১৮ জন বিধায়ককে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।
সচিনের দাবি, বিধানসভায় গেহলটের সরকার সংখ্যালঘু। এদিকে, সচিন হাইকম্যান্ডকে নালিশ জানাতে দিল্লি উড়ে যাওয়ার পর পরই ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েন গেহলট। তিনি হুইপ জারি করে বিধায়কদের বৈঠকে ডাকেন। রাজস্থানের সংকট কাটাতে দিল্লি থেকে মরুরাজ্যে পাঠানো হয়েছিল কংগ্রেসের দুই শীর্ষ নেতাকে। তাঁরা সচিন বৈঠকে যোগ দিতে বলেছিলেন। বৈঠকের যোগ দেওয়ার পর তাঁর অভিযোগের কথা শোনা হবে বলে জানানো হয়েছিল। তবে সেই কথায় কান না-দিয়ে বৈঠক থেকে দূরে থাকেন সচিন ও তাঁর অনুগামীরা।
আর এই অবস্থায় নিজের সমর্থনে থাকা বিধায়কদের থেকে সই সংগ্রহ করে গেহলট সেই তালিকা পেশ করতে দেখা করেন রাজ্যপালের সঙ্গে। প্রায় ৪৫ মিনিট হয় বৈঠক। বুধবার বিধানসভার অধিবেশন ডাকার জন্য গেহলট আর্জি জানিয়েছেন বলে খবর। কংগ্রেসের অন্দরমহলের লোকেরা বিধায়কের সংখ্যার হিসেব নিয়ে স্পষ্টভাবে কিছু না-জানালেও বলেছেন, আস্থা ভোট হলে জেতার ব্যাপারে নিশ্চিত মুখ্যমন্ত্রী গেহলট।
Be the first to comment