করোনা আতঙ্কের শেষ নেই। দিনে দিনে রেকর্ড ব্রেকিং হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এরই মাঝে মিলল সুখবর। কেন্দ্র জানাচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে কম মৃত্যুর হার ভারতে। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের সঙ্গে কেন্দ্রের সমন্বয়ের ফলেই এই সাফল্য এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনায় ভারতে মৃতের হার ২.৫ শতাংশে এসে নেমেছে বলেই, পরিসংখ্যান জানাচ্ছে।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানাচ্ছে, কনটেনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধি, ক্রমবর্ধমান ও সঠিক সময়ে করোনা পরীক্ষা ও কড়া প্রশাসনিক পদক্ষেপের জন্য ভারত এই অবস্থানে রয়েছে। মৃদু ও অ্যাসিম্পোট্যোমেটিকদের জন্য হোম আইসোলেশনের ব্যবস্থা করাও সঠিক পদক্ষেপ বলে মনে করছে স্বাস্থ্যমন্ত্রক।
শুক্রবার জানানো হয়েছে দেশে ১.৯৪ শতাংশেরও কম করোনা রোগি আইসিইউতে রয়েছে। এছাড়াও ভেন্টিলেটরে রয়েছে ০.৩৫ শতাংশ রোগি, অক্সিজেন সাপোর্টে রয়েছে ২.৮১ শতাংশ রোগি। ৩১০৭টি কোভিড হেলথ কেয়ার সেন্টার রয়েছে গোটা দেশে। ১০,৩৮২টি কোভিড কেয়ার সেন্টার রয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, বিশ্বে যতগুলি দেশে কম মৃত্যুর হার, ভারত তার মধ্যে অন্যতম।
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, পেরু, চিলি, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন, ইরান, পাকিস্তান, স্পেন মিলিত ভাবে ভারতের থেকে ৮গুণ বেশি করোনা আক্রান্তের তথ্য দিয়েছে। মৃত্যুর হারে ১৪ গুণ বেশি রিপোর্ট করেছে। দেশে ফের রেকর্ড ব্রেক করোনার।
এতদিনের যাবতীয় সব সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে শুধুমাত্র ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হলেন ৩৮ হাজার ৯০২ জন। যা কিনা এখন পর্যন্ত সর্বাধিক। দেশে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। নতুন করে সংক্রমণের জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮তে। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৯।
সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩ ও মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮১৬ জনের। অন্যদিকে একটি সমীক্ষার বক্তব্য, প্রতিদিন যেভাবে লাগামছাড়া আক্রান্তের সংখ্যা হু-হু করে বেড়ে চলেছে তাতে ভবিষ্যৎ এর জন্য আরও বড় অশনি সংকেত বয়ে আনবে এই ভাইরাস। এমনটাই জানাচ্ছেন গবেষক মণ্ডলীরা। শুধুতাই নয় আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ভারত করোনা আক্রান্তের শীর্ষে পৌঁছে যাবে।
Be the first to comment