বাংলায় একদিনে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু, আক্রান্ত আরও ২২৭৮

Spread the love

বাংলায় একদিনে মৃতের সংখ্যার সব রেকর্ড ভেঙে দিল ৷ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের ৷ এই প্রথম বাংলায় একদিনে এত মানুষের মৃত্যু হল ৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,১১২ জন ৷

রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ২,২৭৮ জন ৷ শনিবার এই সংখ্যাটা ছিল ২,১৯৮ জন ৷ এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২,৪৮৭ জন৷ শনিবার ছিল ৪০,২০৯ জন ৷

একদিনে সংখ্যাটা ৪০ হাজারের ঘর থেকে ৪২ হাজারের ঘরে পৌঁছে গেল৷ প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের ও মৃতের সংখ্যা৷ শনিবার থেকে রবিবার সকাল ৯ টা পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬ জনের৷ গতকাল একদিনের সংখ্যাটা ছিল ২৭ জনে৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,১১২ জনে৷

কিন্তু অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও ১৬ হাজার ছাড়াল৷ এই মূহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ১৬,৪৯২ জন৷ এটাও নতুন রেকর্ড৷ গতকাল সংখ্যাটা ছিল ১৫,৫৯৪ জনে৷ একদিনে বেড়েছে ৮৯৮ জন৷ যদিও একদিনে ১,৩৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ১,২৮৬ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২৪,৮৮৩ জন৷

গতকালও এই সংখ্যাটা ছিল ২৩,৫৩৯ জনে৷ যে ৩৬ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ১৫ জন৷ উত্তর ২৪ পরগনার ৯ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ৩ জন৷ হুগলীর ৪ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ পূর্ব মেদিনীপুর ১ জন৷ গতকাল মৃতের সংখ্যাটা ছিল ২৭ জনে৷ তাদের মধ্যে কলকাতার ছিল ১২ জন৷

উত্তর ২৪ পরগনার ৪ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ২ জন৷ হাওড়া ১ জন৷ হুগলীর ৪ জন৷ পশ্চিম মেদিনীপুর ২ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ আলিপুরদুয়ার ১ জন৷ বাংলায় নতুন করে টেস্ট হয়েছে ১৩,৪৭১টি৷ এতদিনে এটাই একদিনে সর্বোচ্চ টেস্ট৷ তবেএই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৭ লক্ষ ৩ হাজার ২৮৪ জনের৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*