ক্ষমতায় আসতে মিথ্যা ভাবমূর্তি তৈরি করেন মোদী, তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

Spread the love

আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ট্যুইটারে প্রধানমন্ত্রীকে নিশানা করে রাহুলের অভিযোগ, ক্ষমতায় আসতে নিজের মিথ্যে ভাবমূর্তি তৈরি করেছিলেন নরেন্দ্র মোদী ৷

ট্যুইটারে রাহুল লিখেছেন, ‘ক্ষমতায় আসার জন্য নিজেকে শক্তিশালী দেখাতে মিথ্যে ভাবমূর্তি তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী ৷ যা তাঁর সবথেকে বড় শক্তি ছিল ৷ কিন্তু এখন সেটাই দেশের সবথেকে বড় দুর্বলতা ৷’

রবিবারই কংগ্রেসের তরফে ফের অভিযোগ তোলা হয়, এখনও লাদাখে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৮ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চিনের সেনা ৷ ভারত সরকার এই দখলদারি মেনে নিয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ৷

তবে শুধু চিন- ভারত সীমান্ত উত্তেজনাই নয়, দেশের করোনা পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে নিয়মিত আক্রমণ করছেন রাহুল গান্ধী ৷ রবিবার ট্যুইটারে তিনি অভিযোগ করেছিলেন, ভারতে করোনায় মৃতের সংখ্যা নিয়ে মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে৷ কটাক্ষ করে তিনি বলেন, মিথ্যাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বিজেপি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*