অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি কোরোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়াল সফল হয়েছে। আগামী মাসে থেকে ভারতেও এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে। ব্রিটেনের মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত তথ্য অনুযায়ী, AZD1222 নামে পরিচিত এই ভ্যাকসিন শতাধিক মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল।
যাঁদের শরীরে প্রয়োগ করা হয়েছিল, তাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর কেমন প্রতিক্রিয়া মিলছে, তা দেখাই ছিল এই পর্যায়ের মূল লক্ষ্য। ওই জার্নালে বলা হয়েছে, প্রাথমিকভাবে এই পরীক্ষা সফল হয়েছে এবং কোনওরকম পার্শ্ব প্রতিক্রিয়াও নেই।
Be the first to comment