মাত্র ৫% রোগীর অবস্থা সঙ্কটজনক, ১৫ অগস্টের মধ্যে বড় ঘোষণা মমতার

Spread the love

কোভিড একটু বেড়েছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই৷ বেশি টেস্ট করলে সংখ্যাটা বাড়বে৷ মঙ্গলবার ভার্চুয়াল সভা থেকে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি আরও জানালেন,করোনা টেস্ট ১৫ অগস্টের মধ্যে প্রতিদিন ২৫ হাজারে নিয়ে যাওয়ার চেস্টা করছি আমরা৷ এখন প্রতিদিন ১৩ হাজার টেস্ট হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷

করোনা নিয়ে যথেষ্ট উদ্বেগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর কথাতেই পরিষ্কার। ২১ এর ভার্চুয়াল মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে মৃত্যুর হার ২.৫৬%, কমিয়ে ফেলব। সাধারণ মানুষকে পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জ্বর, শ্বাসকষ্ট হলে অবশ্যই ডাক্তার দেখান। রাজ্যে ৮৭% রোগীর অবস্থা গুরুতর নয়। রাজ্যে মাত্র ৫% রোগীর অবস্থা সঙ্কটজনক বলে এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে বাংলায় কোভিডের জন্য ১৮ হাজার বেড আছে ৷ ১১ হাজার কোভিড হাসপাতাল রয়েছে৷ ৭ হাজার সেফ হোম আছে ৷ তবে এটা ২৩ হাজার ৫০০ হয়ে যাবে আগামী ৩১ অগস্টের মধ্যে, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রীর।

তিনি বলেন, বাংলায় ১০ কোটির বেশি মানুষ ৷ বাংলার সঙ্গে তুলনা করা চলা না৷ কোভিড একটু বেড়েছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই৷ আমরা টেস্টটা বেশি করছি৷ আগামী দিন এর ওষুধ বের হবে,এটা আমাদের ধারণা৷ আমরা মনে করি আসতে আসতে এটা ঠিক হয়ে যাবে ৷

অন্যদিক এদিন ভার্চুয়াল শহিদ মঞ্চ থেকে করোনায় মৃত তৃণমূল বিধায়ক, স্বাস্থ্য কর্মী, ডাক্তার এবং পুলিশ কর্মীদের জন্যেও শ্রদ্ধা জানান। কিন্তু এরপরেও সবাই যেভাবে কাজ কর চলেছেন সেজন্য সমস্ত সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের স্যালুট জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*