পাটুলিতে করোনা আক্রান্ত এক ব্যক্তিকে জুতোপেটা করার অভিযোগ৷ করোনা আক্রান্ত ওই ব্যক্তি বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছেন ৷ কিন্তু বিধি না মেনে ঘর থেকে রাস্তায় বের হচ্ছিল আক্রান্তরের পরিবার, এমনটাই অভিযোগ৷ আর তা ঘিরেই নাকি এহেন ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যে ঘটনা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।
সূত্রের খবর, করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারকে বাইরে বের হতে বাধা দেওয়া হয় ৷ অভিযোগ, তারা কোনও বিধি না মেনে ঘর থেকে বেরোচ্ছিল ৷ বাধা দেওয়ার সময় প্রতিবেশিদের সঙ্গে বচসা বাধে৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পাটুলি এলাকায় ৷ অভিযোগ,বচসার সময় করোনা আক্রান্ত ব্যক্তিকে জুতোপেটা করা হয় ৷
এমনকি তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধাক্কা মারা হয় ৷ এরপরেই পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয় করোনা আক্রান্তের তরফে৷ অপর পক্ষও অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে ৷ প্রতিবেশীদের পাল্টা অভিযোগ,বিধি না মেনে ঘর থেকে বেরোচ্ছিল আক্রান্তর পরিবার। বাধা দেওয়াতেই যাবতীয় সমস্যা।
ঘটনার পর অভিযোগ জানাতে আক্রান্তের স্ত্রী চলে আসেন থানায় ৷ বিষয়টি জানাজানি হতে থানাকেও করা হয় জীবাণুমুক্ত ৷ পরে ই-মেলে অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার৷ এর আগেও করোনা পজিটিভ ব্যক্তি সঙ্গে পাড়ার সাধারণ মানুষের মারপিটের ঘটনা ঘটে ৷ সেই ঘটনাটি ঘটেছিল ১৮ নম্বর দমদম রোডের বস্তি এলাকায় ৷
ওই ঘটনায় ৬ জন আগতও হয়েছিল ৷ স্থানীয় বাসিন্দারা সেই সময় অভিযোগ করেছিলেন, তাদের এলাকার একজন করোনা পজিটিভ ৷ কিন্তু সেই রোগী ও রোগীর পরিবার কোনও রকম নিয়মই মানছেন না৷ করোনা পজিটিভ ব্যক্তির পরিবারকে স্থানীয় বাসিন্দারা সে কথা বলতে গেলে, তাঁদের সঙ্গে প্রথমে বচসা বাঁধে ৷ সেই বচসা শেষ পর্যন্ত মারপিটে পৌঁছায় ৷ উভয় পক্ষের সংঘর্ষের জেরে ৬ জন আহত হন৷ তাদেরকে আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছিল ৷
Be the first to comment