৩০ জুন ২০২০ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল, কেন্দ্র নভেম্বর পর্যন্ত দিলে দিক, আমরা আগামী বছর জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেব। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা যে শুধু যে কথার কথা ছিল না, তা এদিনই স্পষ্ট হয়ে গেল। আগামী বছরের জুন পর্যন্ত রাজ্যের সমস্ত বাসিন্দাকে বিনামূল্যে রেশন দেওয়ার জন্যে জারি হল সরকারি নির্দেশিকা।
বুধবার রাজ্যের খাদ্য সচিব পারওয়েজ আহমেদ সিদ্দিকি এই মর্মে নির্দেশ জারি করেছেন। সেই নির্দেশিকায় বলা হয়েছে, লকডাউনের কারণে ২৬ মার্চ থেকে ফ্রি’তে দেওয়া হচ্ছিলই। এবার সরকারি সিদ্ধান্ত অনুসারে অগস্ট ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত সকলের জন্যে ফ্রি রেশন দেওয়া হবে। যে পদ্ধতিতে মানুষ রেশন সংগ্রহ করেন, সেইভাবেই তা সংগ্রহ করতে হবে। অর্থ দফতরের অনুমোদন ক্রমেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবারই তৃণমূলের ‘শহিদ দিবস’-এর ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ‘আমাদের সরকার থাকলে, সারা জীবন ফ্রি-তে রেশন পাবেন।’ এমনিতেই আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশনের ঘোষণা ছিলই, সেইসঙ্গে ভোটের অংকে বিজেপি’কে বিপাকে ফেলতে সারা জীবন ফ্রি রেশন দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, কেন্দ্রীয় সরকার নভেম্বর পর্যন্ত বাড়িয়েছেন। আমি বিনামূল্যে রেশন দেওয়ার নিয়ম আগামী বছরের জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিলাম। ফ্রি রেশন।’ শুধু তাই নয়, করোনা ও উম্পুনের দ্বিমুখী আক্রমণ সামলে রাজ্যের প্রশাসক হিসেবে তিনি সকল রাজ্যবাসীর মুখে খাবার তুলে দিতে যে আপ্রাণ চেষ্টা করে চলেছেন, তাও স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, কেন্দ্রের কাছে রাজ্যের সকলকে ফ্রি রেশন দেওয়ার আর্জিও জানান তিনি।
Be the first to comment