দিল্লিতে বিজেপির জরুরি বৈঠকে ডাক পেলেন শোভন চট্টোপাধ্যায়। বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন তাঁকে ফোন করে এই বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর।
জানা গিয়েছে, বুধবার থেকে দিল্লিতে টানা এক সপ্তাহ ধরে বিজেপির ম্যারাথন বৈঠক শুরু হচ্ছে। ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ২৯ জুলাই পর্যন্ত। বিজেপি সূত্রে খবর, শোভন চট্টোপাধ্যায় দিল্লি যাওয়ার বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে আশ্বাস দিয়েছেন।
সূত্রের খবর, আজ সকালে শোভন চট্টোপাধ্যায় দিল্লির বৈঠকে যোগদানের বিষয়টি চূড়ান্ত করেছেন। জানা গেছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দূতের মাধ্যমে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক আগে থেকেই যোগাযোগ করা হয়েছিল। কিন্তু, শোভন ও বৈশাখির তরফ থেকে সেইভাবে কোনও সদুত্তর পাওয়া যাচ্ছিল না।
এরপর বিজেপির এক সহ-সভাপতি সম্প্রতি তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। আর আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তাঁকে ফোন করা হয় ৷ তবে বিজেপিতে কি ফের সক্রিয় হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়? প্রশ্ন রাজনৈতিক মহলে।
শোভন চট্রোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর আগেও বিজেপির সব বৈঠকে তাঁকে ডাকা হয়েছিল। তিনি আসেননি। এবারও দিল্লির বৈঠকে তাঁকে ডাকা হয়েছে।
দিল্লিতে বৈঠকের বিষয়ে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও এই বিষয়ে কোনও উত্তর পাওয়া যায়নি।
Be the first to comment