এবার কোরোনায় আক্রান্ত সিপিআই(এম) বিধায়ক

Spread the love

কোরোনায় আক্রান্ত হলেন সিপিআই (এম) বিধায়ক রফিকুল ইসলাম। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ দিনাজপুরে আক্রান্ত হয়েছে ৩২ জন। এর ফলে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৪৬।

গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের কোরোনায় মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়। এখনও পর্যন্ত ৩৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য সেফ হোমে নিয়ে যাওয়া হচ্ছে ।

বুধবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সোয়াব পরীক্ষার রিপোর্ট আসে। জানা যায়, ৩৩ জন কোরোনায় আক্রান্ত। আক্রান্ত হয়েছেন সিপিআই(এম) বিধায়ক রফিকুল ইসলাম । আক্রান্তদের মধ্যে ২৫ জন বালুরঘাট শহর ও গ্রামীণ এলাকার বাসিন্দা । এছাড়া চারজন হরিরামপুর ও চারজন কুশমণ্ডির বাসিন্দা ।

বালুরঘাট শহরের আক্রান্তদের মধ্যে একজন চকভবানির, বেলতলা পার্কের একজন, বেলতলা পার্ক বটকৃষ্ণ পল্লির একজন ও একজন চকভৃগুর বাসিন্দা । পাশাপাশি বালুরঘাট আদালতের পাঁচজন, মঙ্গলপুরের তিনজন, নামাবঙ্গির একজন, নারায়ণপুরের দু’জন, পাওয়ার হাউজ়ের একজন, রঘুনাথপুরের একজন ও বালুরঘাটের একজন আক্রান্ত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*