কংগ্রেসের বিরুদ্ধে সচিন পাইলটের দায়ের করা মামলায় স্থিতাবস্থা জারির নির্দেশ দিল রাজস্থান হাইকোর্ট। এই মামলায় কেন্দ্রকেও পক্ষ হতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। অ্যাডিশনাল সলিসিটার জেনেরাল কেন্দ্রের হয়ে আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজস্থান বিধানসভার অধ্যক্ষ সি পি জোশির আইনজীবী প্রতীক কাশিলাল।
রায়ে হাইকোর্ট জানিয়েছে, কেন্দ্রকে এই মামলায় একটি পক্ষ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। সচিন পাইলটের পক্ষ থেকেও আদালতে এই আবেদন করা হয়েছিল । পাশাপাশি স্থিতাবস্থা জারি করতেও নির্দেশ দেওয়া হয়েছে । যার ফলে এখন কোনওরকম ব্যবস্থা নিতে পারবেন না অধ্যক্ষ।
সম্প্রতি সচিন পাইলট ও ১৮ জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার । সেই নোটিসের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যান প্রাক্তন সচিন পাইলট ও ১৮ জন বিধায়ক। এরপরই সুপ্রিম কোর্টে যান অধ্যক্ষ । তাঁর বক্তব্য, বিধানসভার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট। গতকাল তাঁর আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত জানাতে পারবে রাজস্থান হাইকোর্ট। সেই মতো আজ সকালে শুনানি শুরু হয়।
Be the first to comment