করোনা সংক্রমণ রুখতে সপ্তাহে দু’দিন লকডাউন রাখার কথা বলা হয়েছে। রাজ্যে সেই সাপ্তাহিক লকডাউনে বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর। রাজ্যের তরফে এই অনুরোধ জানানো হয়েছিল কেন্দ্রের কাছে। আর তাতে সম্মতি দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। বিমানবন্দর কর্তৃপক্ষকে সিদ্ধান্ত জানাল কেন্দ্র। শুক্রবারই সেই সিদ্ধান্ত জানানো হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে রাজ্যে সপ্তাহে দুদিন করে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। চলতি সপ্তাহে গতকাল ছিল লকডাউন। রাজ্যের সর্বত্রই পথঘাট ছিল সুনসান। জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবই ছিল বন্ধ। যে দু’চার জন বাইরে বেরিয়েছিলেন, তাঁদের বারবার পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে। জবাবে সন্তুষ্ট না-হলে কোথাও পুলিশ গ্রেফতার করেছে, কোথাও আটক।
আগেই দেশের একাধিক শহর থেকে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। কেন্দ্রও সেই সিদ্ধান্তে অনুমতি দিয়েছিল। সম্প্রতি সেই সময়সীমা আরও বাড়ানো হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত ওইসব শহর থেকে সব বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর ও আমেদাবাদ। এই কয়েকটি শহর থেকে কোনও বিমান আসবে না। কারণ, এইসব জায়গায় সংক্রমণের পরিমাণ অনেকটাই বেশি। এর আগে ১৯ জুলাই পর্যন্ত এইসব শহর থেকে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এবার সেই মেয়াদ আরও বাড়ানো হল।
আগেই এই বিষয়ে আর্জি জানানো হয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের কাছে। রাজ্য সরকারের তরফে চিঠি লেখা হয়েছিল। তারপরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
রাজ্য সরকারের আবেদন মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করে কেন্দ্র। তবে সুরাত ও ইন্দোরের সঙ্গেও বিমান যোগাযোগ বন্ধ করার আর্জি জানানো হয়েছিল। কিন্তু, তা ফলপ্রসূ হয়নি। রাজ্যের দুটি বিমানবন্দরের ক্ষেত্রেই এই পরিষেবা বন্ধ করতে চেয়েছিল রাজ্য। কলকাতা ও বাগডোগরা দুই ক্ষেত্রেই বিমান পরিষেবা বন্ধ রাখতে চেয়ে এই চিঠি দিয়েছিল মমতা সরকার। কিন্তু কেবল কলকাতার ক্ষেত্রেই তা মঞ্জুর করা হয়।
Be the first to comment