দেশে ফের রেকর্ড সংক্রমণ করোনার। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৪৯ হাজার ৩১০ জন। মৃত্যু হয়েছে আরও ৭৪০ জনের। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ লক্ষ ৬৮ হাজার ৯৪৫ এ। এরমধ্যে মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬০১ জনের। সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৮ লক্ষ ১৭ হাজারের বেশি।
এই পরিস্থিতিতে একাধিক রাজ্য নতুন করে লকডাউনের পথে হাঁটছে। কি হবে দেশের ভবিষ্যৎ? আনলক নাকি লকডাউন? এই জল্পনার মধ্যেই সোমবার ফের রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও শেষ করোনা সংক্রান্ত বৈঠকে ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে আগামী সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা রয়েছে বলে খবর। এই বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। কীভাবে করোনার বিরুদ্ধে লড়াই চালানো যায় তা নিয়ে হতে পারে আলোচনা। তবে এই বৈঠক ঘিরে নতুন করে লকডাউনের জল্পনাও তৈরি হয়েছে।
Be the first to comment