নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাম মন্দিরের মেগা অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে অযোধ্যা যাচ্ছেন যোগী আদিত্যনাথ

Spread the love

রাম মন্দির তৈরির যুগান্তকারী এই অনুষ্ঠানে অযোধ্যায় আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে, ঠিক তার দশদিন আগে অযোধ্যা সফরে যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

শনিবার বিকেলে যোগীর সফরের জন্য যদিও কোন সরকারি বিবৃতি দেওয়া হয়নি। অগাস্টের ৫ তারিখের অনুষ্ঠানের প্রস্তুতি দেখে নিতেই এদিন সফর করবেন মুখ্যমন্ত্রী।

যুগান্তকারী ‘ভুমিপুজো’ করা হবে রাম জন্মভূমি কমপ্লেক্সের ভিতর। মোট ১৫০ থেকে ২০০ জন সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও জানা গিয়েছে। মেনে চলা হবে সোশ্যাল ডিসট্যানসিংয়ের নিয়ম।

একই সঙ্গে মন্দিরের প্রস্তাবিত মানচিত্র এবং উচ্চতাও পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে, রাম মন্দিরে ৩ টির পরিবর্তে ৫ টি গম্বুজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোর্টের সিদ্ধান্তের পরেও মন্দির নির্মাণ নিয়ে সন্দেহ ছিল, তবে শনিবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বৈঠকে অংশ নিয়েছিলেন, মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র সহ ট্রাস্টের ১১ জন ট্রাস্টি। এছাড়া চারজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নিয়েছিলেন।

প্রস্তাবিত মডেল অনুসারে, ২.৭৫ লক্ষ ঘনমিটার জমিতে নির্মিত রাম মন্দিরটি দুই তলা হবে। এই মন্দিরটির দৈর্ঘ্য হবে ২৪০ ফুট ও চওড়ায় হবে ১৪০ ফুট। এটির উচ্চতা হতে চলেছে ১২৮ ফুট। ৩৩০ টি বিম ও দুটি তলা মিলিয়ে মোট ২১২ টি স্তম্ভ সমেত এই মন্দিরের দরজা থাকবে পাঁচটি।

প্রস্তাবিত রাম মন্দিরের ভূমি পুজোর সময় বসানো হবে ৪০ কেজির রূপোর পাত। ভূমি পুজোর সময় এই পাত বসানো হবে বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ৫ই অগাস্ট ভূমি পুজো হওয়ার কথা রয়েছে। ৩রা অগাস্ট থেকে অনুষ্ঠান শুরু হবে, চলবে ৫ই অগাস্ট পর্যন্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*