ভোটের আগে তৃণমূলের ঘর গোছালেন মমতা, নেপথ্যে প্রশান্ত কিশোর

Spread the love

 দলের একাধিক ক্ষেত্রে বড়সড় রদবদল করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর এই প্রথম দলে এত বড় রদবদল করলেন নেত্রী ৷ তৃণমূল সূত্রে খবর, এই রদবদলে মুখ্য ভূমিকা নিয়েছেন দলের নির্বাচন কুশলী প্রশান্ত কিশোর ৷

পাখির চোখ ২০২১-এর বিধানসভা নির্বাচন ৷ দলের ২১ জনকে নিয়ে তৈরি হয়েছে কো-অর্ডিনেশন কমিটি ৷ এই কমিটির কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখতে ২১ জনের মধ্যে সাত জনকে নিয়ে তৈরি হয়েছে স্টিয়ারিং কমিটি ৷ এই সাত জনের মধ্যে রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী, পার্থ চট্টোপাধ্যায় ও শান্তা ছেত্রী-সহ নেত্রীর একেবারে ঘনিষ্ঠ নেতারা ৷

অন্যদিকে দলের যে নেতাদের বিরুদ্ধে ব্লক ও পঞ্চায়েতস্তরের কাজে পক্ষপাতিত্ব ও দুর্নীতির অভিযোগ উঠছিল তাদের নামও ছেঁটে ফেলা হয়েছে ৷ রাজ্য কমিটিতে ছত্রধর মাহাতকে রাখার মমতার সিদ্ধান্ত অনেককেই চমকে দিয়েছে ৷

সংশ্লিষ্টমহলের বিশ্বাস, জঙ্গলমহলে ফের ঘাঁটি জমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নেত্রী ৷ কারণ ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই জঙ্গলমহলে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিজেপি ৷

তৃণমূল সূত্রে খবর, এই রদবদলের আগে “দিদি কে বলো” কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জেলা ও সেখানকার নেতৃত্বদের কাজের খতিয়ান বিবেচনা করা হয়েছে ৷ পাশাপাশি একবছরের বেশি সময় ধরে তৃণমূলস্তরে গিয়ে যে সমীক্ষা করা হয়েছিল তাও বিবেচনা করা হয়ে এই রদবদলের আগে ৷

২০২১-এর এপ্রিল-মে নাগাদ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে ৷ আর তাতে প্রধান বিরোধী বিজেপিকে হারাতে নিজের সেনা সুসজ্জিত করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*