তালিকাটা ক্রমশ বড় হচ্ছে। কলকাতা পুলিশের ইন্সপেক্টর অভিজ্ঞান মুখার্জির পর এবার মৃত্যু হল এক কনস্টেবলের। মৃতের নাম কৃষ্ণকান্ত বর্মন। তিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসাও চলছিল। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। কোরোনা যোদ্ধার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগরপাল অনুজ শর্মা। আশ্বাস দিয়েছেন তাঁর পরিবারের পাশে থাকার।
শুক্রবারই মৃত্যু হয়েছে ১৯৯৫ ব্যাচের অফিসার অভিজ্ঞান মুখার্জির ৷ কুইপমেন্ট সেলের OC ছিলেন তিনি। সম্প্রতি অসুস্থ হন। শরীরে কোরোনার লক্ষণ দেখা দেয়। পরপর দু’বার টেস্ট করান। দু’বারই রিপোর্ট নেগেটিভ আসে। তৃতীয়বার তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তারপরই মৃত্যু হয়। তখন রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ। এমাসের শুরুর দিকে অসুস্থ হন তিনি। কোরোনার উপসর্গ দেখা দেয়। সোয়াব রিপোর্ট পজিটিভ আসে।
লালবাজার সূত্রের খবর, পরে তিনি ভর্তি হন বাঙুর হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। গত দু’দিন ধরে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন কৃষ্ণকান্তবাবু। গত রাতে মৃত্যু হয় তাঁর। এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের মোট পাঁচজনের মৃত্যু হল।
Be the first to comment