জলপাইগুড়ি, ১৯ ডিসেম্বর: পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বেলাকোবে সীমান্তের ফরেস্ট অফিসাররা ৮ ফুট দীর্ঘ চিতাবাঘের চামড়া আটক করেছেন। দুই নেপালি নাগরিক ও এক ভারতীয় নাগরিককেও শিলিগুড়ির ভক্তীনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বেলকোবা বনভূমির রেঞ্জারের মতে সঞ্জয় দত্ত নামে এক ব্যক্তি নেপালে একটি চিতাবাঘের চামড়া চোরাচালান করতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। ফরেস্ট অফিসারদের দল শিলিগুড়ির ভক্তীনগর এলাকায় তাদের আটক করেন এবং চিতাবাঘের চামড়াও আটক করেন যা ট্রাভেল ব্যাগের মধ্যে রাখা হয়েছিল। চামড়াগুলি পরীক্ষার পর ফরেস্ট অফিসাররা চিতাবাঘের চামড়া থেকে বেশ কয়েকটি বুলেট পেয়েছেন যা দিয়ে চিতাবাঘটিকে আহত করা হয়েছে। শো-কেস এবং অন্যান্য ব্যবহারের জন্য চীন এবং অন্যান্য এশিয়ান দেশগুলিতে চিতাবাঘের চামড়ার বিপুল চাহিদা রয়েছে।
ছবিঃ এএনআই ভিডিও থেকে প্রাপ্ত
Be the first to comment