করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭শে জুলাই বৈঠক হওয়ার কথা। সেদিনই কলকাতা সহ দেশের তিনটি গুরুত্বপূর্ণ শহরে আইসিএমআরের উচ্চপর্যায়ের ল্যাবের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কলকাতাতে এই ল্যাবের উদ্বোধনে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
কলকাতা, নয়ডা ও মুম্বইয়ে আইসিএমআরের ল্যাবের উদ্বোধন করা হবে। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্ধব ঠাকরে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি মোকাবিলায় এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। করোনা পরিস্থিতি শুরুর দিক থেকে বায়োমেডিকাল রিসার্চের মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পথ দেখাচ্ছে আইসিএমআর। ২৩শে জুলাই পর্যন্ত আইসিএমআরের আওতায় ১.৫৪ কোটি করোনা পরীক্ষা করা হয়েছে।
এই মারণ করোনার আবহেই সোমবার অর্থাৎ আগামী ২৭ জুলাই ফের একবার দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে বিপজ্জনক আকার নিয়েছে করোনা পরিস্থিতি।
Be the first to comment