ভালো আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শনিবার তিনি নিজে হাতে খাবার খেয়েছেন। ২-৩ দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ক্রিয়েটিনিনের মাত্র বেড়ে যাওয়ায় প্রদেশ কংগ্রেস সভাপতি অসুস্থ হয়ে পড়েন।
তারপরেই বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয় তাঁকে। বুধবার তাঁর ডায়ালিসিস করা হয়।শরীরের অতিরিক্ত জল বের করে দেওয়া হয়েছে। প্রায় দেড় লিটারের মত জল বেরিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ডায়ালিসিস হওয়ায় শরীরে এখনও দুর্বলতা আছে বলে জানা গিয়েছে।
প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সোমেনবাবুর হৃদযন্ত্র বসানোর কথা রয়েছে। যদি তা বসানো হয় তাহলে আরও কটাদিন তিনি হাসপাতালে ভর্তি থাকবেন।
উল্লেখ্য,দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছেন সোমেন মিত্র। সাধারণত দিল্লি এইমসে চিকিৎসা করানো হয় তাঁর।
Be the first to comment