মাসানুর রহমান
মৃত্যুর পরই অমরত্ব! সুশান্ত সিং রাজপুতের শেষ ছবিও আমাদের বলে গেল ‘মনে রেখো আমিও ছিলাম’। মানুষ চলে গেলে বোধহয় মনে রাখা হয় সাদা ঝর্ণার জলের মতো করে, শতাব্দী প্রাচীন ফলকের গায়ে লিখে রাখা হয় সময়ের কারুকার্য।
সুশান্ত চলে যাবার পর থেকেই প্রবল উত্তেজনা ছিল ‘দিল বেচারা’ নিয়ে। বাস্তবে হলও তাই। সাম্প্রতিক সময়ের সমস্ত রেকর্ড ভেঙে ভারতীয় সিনেমার টপ রেটের তালিকায় রয়েছে মুকেশ ছাবরার ডেবিউ ও সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’। আইএমডিবি-তে দিল বেচারার রেটিং ১০-এ ১০। পরে কমে অবশ্য ৯.৮ হয়েছে। তবে সবটাই হয়েছে সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়াকে নিয়েই।
এমন করেই হয়তো কিছু কিছু মানুষ চলে গিয়েও চিরতরে থেকে যায় হৃদয়ে। ধোনির বায়োপিক, পিকে, কাই পো চে, কেদারনাথ, ছিছোড়ে যদি আবহমান নদী হয় ‘দিল বেচারা’ তবে অনন্ত সমুদ্র।
সবশেষে হয়তো কোথাও না কোথাও থেকে যাবে একরাশ জলরাশি। ভিজে যাবে চোখের পাতা। টেলিভিশনের পর্দার মানুষটি হঠাৎই কোনো একদিনে অরণ্য ছেড়েছে কাঠুরিয়ার অজান্তেই।
Be the first to comment