করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থা ভালো। কিন্তু করোনা ভাইরাস এখনও ভয়ঙ্কর ফর্মে। সাধারণ মানুষকে খুব সতর্ক থাকতে হবে। মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি এমনই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
এদিন তিনি বলেন দেশে মৃত্যুর হার কমছে, তা একদিকে আশ্বস্ত হওয়ার মত খবর। কিন্তু রেকর্ড হারে সংক্রমণও ছড়াচ্ছে। এক্ষেত্রে নিজেদের সাবধানতা নিজেদেরই হাতে। এদিন প্রধানমন্ত্রী বলেন এখনও মারণ রোগ করোনা। তাই সুস্থ থাকা জরুরি। জনসমক্ষে বা প্রকাশ্যে মাস্ক না পরার আগে সেই সব মানুষগুলির কথা ভাবা দরকার, যারা সামনের সারিতে দাঁড়িয়ে করোনা ভাইরাসের সঙ্গে লড়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে এদিন উঠে আসে কার্গিল যুদ্ধের প্রসঙ্গ। তিনি বলেন ২১ বছর আগে দেশের সেনা কার্গিল যুদ্ধে জয় লাভ করেছিল। তারপর থেকেই ভারত সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু কিছু দেশ নিজের স্বরূপ দেখাতে ব্যস্ত।
তবে দেশের মাটি কেড়ে নেওয়ার ক্ষমতা অন্য কোনও দেশের নেই। সেই ভুল যেন কেউ না করে বলে এদিন হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। এদিনের বক্তব্যে কার্গিলের শহিদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন ১৯৯৯ সালে গোটা বিশ্ব কার্গিলে ভারতের সেনানীদের বীরত্ব দেখেছে।
এদিকে, সোমবারই দেশের করোনা পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী। নতুন করে লকডাউন ঘোষণা করা হবে কী না, তার আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ চলবে। সেই প্রেক্ষিতেই রবিবার মন কি বাত অনুষ্ঠান শুরু হওয়ার আগে সাধারণ মানুষ আশা করেছিলেন করোনায় লকডাউন বাড়বে কীনা, সেই বিষয়ে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী। দেশের এই চরম সংকটময় পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী হবে, কোন রাস্তায় করোনাকে রোখা সম্ভব হবে তা নিয়ে প্রধানমন্ত্রী কিছু বার্তা দেন কিনা, সেইদিকে তাকিয়ে ছিল দেশবাসী।
ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচতে ফের লকডাউন করা হবে কিনা, অথবা অন্য কোনও রাস্তা অবলম্বন করা হয় কিনা, তা জানতে এখন মোদীর মুখাপেক্ষী সকলে। তবে লকডাউন করে করোনাকে সাময়িক ঠেকিয়ে রাখা গেলেও বিনষ্ট করা সম্ভব না বলে ইতিমধ্যেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে গোটা দেশে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে ঘোরতর উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রকের কর্তারাও। ইতিমধ্যেই কেরল, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করেছে সংশ্লিষ্ট প্রশাসন। যদিও কেন্দ্রের তরফে সেই তত্ত্ব মানা হয়নি। ওই রাজ্যগুলিতে স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়েছে বলেই মত কেন্দ্রের।
Be the first to comment