স্ত্রী আক্রান্ত হওয়ার পর লক্ষ্মী নিজের ও বড় ছেলের করোনা টেস্ট করিয়েছিলেন। লক্ষ্মীর রিপোর্ট নেগেটিভ হলেও তাঁর বড় ছেলে করোনা পজিটিভ। ফলে এখনই হোম কোয়ারেন্টইন ছেড়ে লক্ষ্মীর বাড়ির কেউ বেরোচ্ছেন না বলে জানা গিয়েছে। রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী ও তৃণমূলের হাওড়া জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লা রবিবার থেকেই ফের সপরিবারে হোম কোয়ারেন্টাইনে থাকা শুরু করেছেন।
লক্ষ্মীরতন নিজেই একথা জানিয়েছেন। তিনি বলেন, আগেই করোনা আক্রান্ত হলেও শুক্রবার তাঁর স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। ওইদিনই তাঁদের হোম আইসোলেশন পর্ব শেষ হয়। এরপর শনিবার তিনি ও তাঁর বড় ছেলের করোনা পরীক্ষা করা হয়। এদিন তাঁর বড় ছেলের সেই রিপোর্ট পাজিটিভ আসে। এরপর তাঁরা ফের সপরিবারে থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা শুরু করলেন।
লক্ষ্মীরতন শুক্লা আগেই জানিয়েছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে চারিদিকে কার্যত জরুরি অবস্থা। আর তার মধ্যে গত চার মাস ধরে টানা নিজের দায়িত্ব পালন করেছে স্মিতা। উপসর্গ দেখা দেওয়ায় ওর করোনা পরীক্ষা করা হয়েছিল।’ ১০ জুলাই সেই রিপোর্ট পজিটিভ আসে।
Be the first to comment