চিন ইস্যুতে ফের কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর। কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে টুইটে একটি ভিডিও পোস্ট করেছেন কংগ্রস নেতা। তাঁর দাবি, চিনারা ভারতের ভূখণ্ড দখল করেছে। এটা অস্বীকার যাঁরা করছেন তাঁরাই দেশদ্রোহী। দেশবাসীর সামনে এই সত্যিটা যাঁরা তুলে ধরছেন তাঁরাই প্রকৃত দেশপ্রেমী।
লাদাখে চিনা আগ্রাসনের পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কেন্দ্রের ব্যর্থতার জেরেই গালওয়ান সীমান্তে ২০ সেনা-জওয়াল শহিদ হয়েছেন বলে অভিযোগ রাহুলের।
কেন্দ্রের নীতিগত সিদ্ধান্তের ভুলের মাশুল দিতে হয়েছে সেনাবাহিনীকে, এমনই অভিযোগ তোলেন রাহুল গান্ধী। এরপরই রাহুলকে জবাব দিতে পাল্টা মাঠে নামেন কেন্দ্রের একাধিক মন্ত্রী। যদিও সেই সব সমালোচনায় আমল দিতে নারাজ রাহুল গান্ধী।
সোমবার চিন ইস্যুতে ফের টুইটে একটি ভিডিও পোস্ট করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, বিভিন্ন স্যাটেলাইট ছবি দেখেছি এবং প্রাক্তন সেনা আধিকারিকদের সঙ্গে কথাও বলেছি। আমি নিশ্চিত, চিনারা ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে। এটা অস্বীকার করার জায়গা নেই। ভারতীয় হিসেবে আমার প্রথম কাজ দেশের স্বার্থরক্ষা।
এরই পাশাপাশি রাহুল আরও বলেন, রাজনীতিবিদ হিসেবে দেশবাসীকে মিথ্যে বলতে পারি না। চিনারা আমাদের ভূখণ্ড দখল করেছে। কীভাবে চিনারা আমেদের ভূখণ্ডে ঢুকল? আমি মিথ্যা বলতে পারব না। এতে যদি আমার গোটা রাজনৈতিক কেরিয়ারও নষ্ট হয়ে যায়, তাতেও আপত্তি নেই।
চিনারা যে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে তা মানতে রাজি নয় কেন্দ্র। এপ্রসঙ্গে রাহুলের তোপ, ‘চিন যে আমাদের ভূখণ্ডে ঢুকেছে এবং এটা যাঁরা এখনও স্বীকার করছেন না, তাঁরাই দেশদ্রোহী। মানুষের সামনে যাঁরা এই সত্যিটা তুলে ধরছেন তাঁরাই প্রকৃত দেশপ্রেমী।
Be the first to comment