আরও ৪৭ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

Spread the love

আরও ৪৭ টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ টেলিকম মন্ত্রকের তরফে সুরক্ষা বিষয়ে পর্যালোচনার পরই এই অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, এই ৪৭ টি অ্যাপ আগের নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির ক্লোন হিসেবে কাজ করছিল ৷

প্রসঙ্গত, গত মাসে টিকটক, উইচ্যাট-সহ ৫৯ টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করার পর এই পদক্ষেপ করা হল ৷ জাতীয় সুরক্ষা ও ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘনের জন্য মোট ২৭৫ টি অ্যাপ কেন্দ্রীয় সরকারের নজরে রয়েছে ৷ পাবজির মতো জনপ্রিয় অ্যাপও এই তালিকায় রয়েছে ৷ এই অ্যাপগুলির উপর শীঘ্রই নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে খবর ৷

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র এমন কিছু অ্যাপের উপরও নজর রাখছে যেগুলি সরাসরি চিনের না হলেও এগুলির উপর চিনের বিনিয়োগ রয়েছে ৷ আগে অ্যামেরিকাও চিনা অ্যাপ নিষিদ্ধ করার বিষয়ে চিন্তা-ভাবনা করেছিল ৷ কারণ, অ্যামেরিকা প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছিল, চিনের এই অ্যাপগুলি বেজিঙে তথ্য পাচার করে থাকে ৷ তবে অ্যামেরিকার আগেই ভারত অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করল ৷

এর আগে ৫৯ টি অ্যাপকে নিষিদ্ধ করার পর কেন্দ্রের তরফে জানানো হয়েছিল তথ্যপ্রযুক্তি আইনের ৬৯A ধারার অধীনে নিজের ক্ষমতা প্রয়োগ করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। কারণ এই ৫৯ টি অ্যাপের মাধ্যমে গ্রাহকদের জরুরি তথ্য প্রকাশ্যে চলে আসছে ৷ আর সেই তথ্যগুলিকে এমন কিছু কাজে ব্যবহার করা হচ্ছে, যা ভারতের সার্বভৌমত্ব-অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক ৷ একই সঙ্গে বিষয়টি একটি আতঙ্কের সৃষ্টি করেছে ৷ তাই এই বিষয়গুলি মাথায় রেখে ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*