দেশ জুড়ে করোনার গ্রাফ এখনও উর্দ্ধমুখী। কীভাবে টেস্ট বাড়িয়ে আরও দ্রুত সবকিছু আয়ত্তে আনা যায়, আপাতত সেই চেষ্টাই চলছে। তাই এবার দেশের তিন শহরে টেস্টিং ফেসিলিটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে দেশ জুড়ে করোনার বিরুদ্ধে লড়াইতে সুবিধা হবে বলে উল্লেখ করেন তিনি।
এদিন যে তিনটি টেস্টিং ফেসিলিটির তিনি উদ্বোধন করেন, তার মধ্যে একটি দিল্লিতে, একটি মুম্বইতে ও একটি কলকাতায়। ভার্চুয়ালি সেই উদ্বোধন করেন মোদী বলেন, এর ফলে দিল্লি, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের করোনার বিরুদ্ধে কড়াই আরও সহজ হবে।
এই টেস্টিং ফেসিলিটিগুলিতে দিনে ১০,০০০ টেস্টিং হবে। কলকাতার ICMR-National Institute of Cholera and Enteric Diseases-এ এই ফেসিলিটি তৈরি করা হয়েছে। করোনা ছাড়া অন্যান্য পরীক্ষাও করা সম্ভব এখানে, যেমন, হেপাটাইটিস বি, সি, এইচআইভি, ডেঙ্গু, টিবি ইত্যাদি।
এদিন মোদী আরও বলেন, দিল্লি, মুম্বই ও কলকাতা অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র। এখানে বহু মানুষ নিজেদের স্বপ্ন সফল করতে আসেন।
Be the first to comment